বিজেপির রথযাত্রায় আদালতে ভর্ৎসনার মুখে মমতার সরকার

ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশকে সংশোধন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করল ডিভিশন বেঞ্চ।

শুক্রবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ সরকার পক্ষকে বিজেপির রথযাত্রার বিষয়ে আগামী বুধবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে বিজেপির তিন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে । রাজ্য সরকারের সিদ্ধান্তকে আগামী শুক্রবার জানাতে হবে । এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়েও এদিন চূড়ান্ত ভর্ৎসনা করল ডিভিশন বেঞ্চ।

গত নভেন্বর মাসেই বিজেপির পক্ষ থেকে রথযাত্রার অনুমতির আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি সহ একাধিক শীর্ষ আধিকারিককেচিঠি দেওয়া হয়। কিন্তু বিগত দেড় মাসেও সেই চিঠির কোনো উত্তর দেয়নি রাজ্য সরকার। সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রাজ্যের আডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানায়, যেখানে মামলা এখনও করতে বিচারাধীন সেখানে বিজেপি সভা করছে এবং পুলিশের ওপর হামলার কারণে চারজন অফিসার আহত হয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, “বিজেপির দেওয়া চিঠিগুলি স্বরাষ্ট্রদফতরে পাঠানোর চেষ্টা করেছিলেন ? সরকার তো শীতঘুমে ছিল। দেড় মাস ধরে চিঠির জবাব দিতে পারেননি কিন্তু যখনই মামলা শুরু হল তখনই সরকার নড়েচড়ে বসল। আপনারা পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিন, দলীয় রং দেখে নয়। ব্যক্তি মানুষের অধিকারের ওপর ইঞ্জেকশন চালাবার চেষ্টা করছে সরকার, এটা কখনই কাম্য নয়। ” সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন করেন— রাজ্য সরকার কি একবারও বিজেপির কাছে রথযাত্রার বিষয়ে সম্পূর্ণ হয় জানতে চেয়েছিল ?

শুনানির শেষে সিঙ্গেল বেঞ্চের রায়কে সংশোধন করে ডিভিশন বেঞ্চ জানায় যে সিঙ্গেল বেঞ্চ সবদিক না দেখেই সিদ্ধান্ত নিয়েছিল। কূর্মসূচি ৯ই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চ আগে রায় দেন যে রাজ্যের আইন শৃঙ্খলার জন্য আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের কোথাও রথযাত্রা করা যাবেনা। সরকার ২১ শে ডিসেম্বর রিপোর্ট দেওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতেই ডিভিশন বেঁচে মামলা করে বিজেপি নেতৃত্ব।

error: Content is protected !!