আজকের দর: ১২ই ডিসেম্বর সকালের শেয়ার বাজারের রিপোর্ট

সুদীপ্ত ঘোষ: বুধবার বাজার শুরুর পর সময় থেকেই গতকালের মতোই সেনসেক্স ও নিফটি্ উর্ধমুখী ছিল। সেনসেক্স গতকালের থেকে প্রায় ৪০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৫৫৪০ হয় এবং নিফটি প্রায় ১১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০৬৬৭ সূচকে পৌঁছায়। ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভার ভোটগণনার ফলাফল বাজারে কোন বড় প্রভাব তৈরী করতে পারেনি । মঙ্গলবার রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে শক্তিকান্ত দাস-কে নিয়োগের ঘোষণা করার পর থেকে বাজার চাঙ্গা হতে শুরু করে। বুধবার সকালে শেয়ার বাজারের রিপোর্টটি প্রকাশিত হল।

এই মুহূর্তে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর প্রতি ইউনিট শেয়ারের দাম ২.১০ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৪.৫০ টাকা এবং ইয়েস ব্যাংকের প্রতি ইউনিট শেয়ারের দাম ৮.২৫ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৬.১০ টাকা হয়েছে।

অন্যদিকে প্রতি ইউএস ডলারের দাম ৭২.০১ টাকা এবং প্রতি ইউরোর দাম ৮২.৫৯ টাকায় পৌঁছায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here