নোটায় বিজেপির জয়ের পথে পড়ল কাঁটা

ওয়েবডেস্কঃ সদ্য প্রকাশিত হওয়া পাঁচটি রাজ্যের জনাদেশে এনওটিএ বা নোটা(নান অফ দ্য এবাভ)এর প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্মিলিতভাবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানাতে মোট ১,৫২০,৪৪৬ জন ভোটার নোটার প্রয়োগ করেছে। প্রধানত যেসব নির্বাচনিক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক প্রতিনিধিদের পছন্দ না হলে ভোটাররা এর প্রয়োগ করতে পারে।

পূর্বে নির্বাচনী ফলাফলে নোটার প্রভাব তেমনভাবে দেখা না গেলেও মঙ্গলবারের প্রকাশিত পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থানে এর প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা গেল। এই দুই রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারকে কংগ্রেসের কাছে মধ্যপ্রদেশে ৪৭,৮২৭ ও রাজস্থানে ১,৭৭,৬৯৯ ব্যবধানে হারতে হয়েছে। কিন্তু দুটি রাজ্যেই নোটার প্রয়োগ করা ভোটারের সংখ্যা এই ব্যবধানের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। মধ্যপ্রদেশে ৫,৪২,২৯৫ জন ও রাজস্থানে ৪,৬৭,৭৮১ জন ভোটার নোটার প্রয়োগ করেছেন।

যেকোন রাজনৈতিক পার্টির কাছেই এই ফলাফল সতর্ক করে দিচ্ছে। ভবিষ্যতেও যদি তারা সঠিক প্রার্থীকে নির্বাচনে প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে মানুষ তাদেরকে ভোট দিতে অস্বীকার করবে। কিন্তু ভারতীয় গণতন্ত্রে এটাও ভাবার বিষয় যে ভোটাররা নোটার প্রয়োগ করলে নির্বাচন ব্যবস্থায় তাদের অংশগ্রহন গুরুত্বহীন হয়ে যায়। কারণ সেক্ষেত্রে রাজনৈতিক প্রার্থীদের মধ্যে তাদের মতামত কোনো পক্ষেই যাচ্ছেনা। যার ফলে গণতন্ত্রের শিকড় থেকে তারা বিচ্ছিন্ন এবং নির্বাচনী ফলাফলে তুলনামূলক উৎকৃষ্ট প্রতিনিধিকে নির্বাচিত করার দায়িত্ব থেকে সরে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here