চড়িলাম বাজারে স্কুটির সাথে ধাক্কায় মৃত বৃদ্ধা

আশীষ মিয়া(বিশালগড়): বুধবার সকালে চড়িলাম বাজারে স্কুটির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার । ঘটনাসূত্র থেকে জানা যায়, বুধবার বেলা ১টা নাগাদ উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে একটি স্কুটি (TR-03G9851) দ্রুত গতিতে চড়িলাম বাজার দিয়ে যাওয়ার সময় পুষ্পরানী (৬০) নামের মহিলাকে ধাক্কা দেয়। ঘটস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুর্ঘটনার পরেই স্কুটির আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চড়িলাম বাজারের লোকজন স্কুটি সহ দুই যুবককে ধরে ফেলে। স্কুটির চালক বিক্রম সরকার(২৩) ও আরোহী জয়ন্ত দাসকে আটক করে বিশালগড় থানার পুলিশ।

মৃত বৃদ্ধার মেয়ে জানায়,”আমার মা দুর্ঘটনার আধঘন্টা আগে আমার বাড়ি আসে। তারপর ব্যাঙ্কে যাওয়ার জন্য বের হয়। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি যে মাকে বাইকে মেরেছে। তারপর এসে দেখি মা রাস্তায় পড়ে আছে।” মৃত পুষ্পরানীকে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here