কাজল দেব(রিপোর্টার): বর্ষার মরশুম শুরু হলে আম্বাসায় চারিদিকে জলমগ্ন হয়ে যায়। ভালো জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে শান্তি পাড়া, আম্বাসা বাজার, বাউলিয়া বস্তি জায়গায় জল জমে থাকে। ড্রেন না থাকার কারণে এই অসুবিধার সম্মুখীন হতে হয় আম্বাসাবাসীর।

তার সমাধানে শনিবার আম্বাসার বিধায়ক পরিমল দেববর্মা আম্বাসা শান্তিপাড়া পরিদর্শন করেন। সাথে ছিলেন মহকুমা শাসক জে.বি. দোয়াতি, পৌরপরিষদের চেয়ারম্যান চন্দন ভূমিক, পিডব্লিউডি দপ্তরের এসি পঙ্কজ চন্দ, এক্সিকিউটিভ নীলকান্ত চাকমা, এডিএম ডিকে চাকমা সহ বিশিষ্ট সমাজসেবীরা। এরপর তারা মান্ডিপাড়ার বৃষ্টির জল আম্বাসার ধলাই নদীতে ড্রেন করে ফেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দপ্তরের আধিকারিকদের সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here