চড়িলামে এটিএম পরিষেবা, উন্নয়নের বার্তা উপ-মুখ্যমন্ত্রীর

আশীষ মিয়াঁ (রিপোর্টার,বিশালগড়): দীর্ঘ পঁচিশ বছরের বাম শাষনকালে দুটি ব্যাংক থাকা সত্বেও ছিল না এটিএম পরিষেবা। যার দরুন চড়িলাম বিধানসভার লোকজনদের টাকার প্রয়োজন হলে একমাত্রই ভরসা ছিল বিশালগড় এবং বিশ্রামগঞ্জের এটিএম এর উপর।

চড়িলামে এটিএম পরিষেবায় না থাকায় বিশেষ করে চড়িলামের ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল দীর্ঘ বাম শাষনকালে। কিন্তু রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার নয় মাসের মধ্যে এলাকার বিধায়ক তথা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা চড়িলামে একটি বেসরকারী এটিএম পরিষেবা চালু করেছে চড়িলামবাসীদের স্বার্থে। যার ফলে খুশির হাওয়া বইছে গোটা চড়িলামবাসীদের মধ্যে।

বুধবার দুপুর তিনটার সময় উপ-মুখ্যমন্ত্রী হাত ধরে এটিএম পরিষেবার শুভ উদ্ভোধন হয়। উদ্ভোধন করে তিনি বলেন, “আমরা বাম সরকারের মত না। আমরা কাজ করতে চাই। চড়িলামবাসীদের উন্নয়নের স্বার্থে আরো কাজ আমাকে করতে হবে, যা চড়িলামের বাম বিধায়ক করে যেতে পারেননি। তাদের কিছু করার মানসিকতাই ছিল না। আর এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার নয় মাসের মধ্যেই ৪১টি কাজ বাস্তবায়ন হয়ে গেছে। আরও কাজের মধ্যেই শুরু হবে। মোটর স্ট্যান্ড থেকে শুরু করে হাসপাতাল, গ্যালারী, টাউন হল, ইলেক্ট্রিক সাব-ষ্টেশন, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে যা যা করনীয় সব কিছুই করা হবে।”

error: Content is protected !!