মায়ের কোল আলো করে জন্ম নিলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা

সাবানুল মাজহার(বীরভূম): বীরভূমের মহম্মদ বাজারের বাসিন্দা লুৎফা বিবি সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে একসঙ্গে  তিন সন্তানের জন্ম দিলেন ।  চারবার বাচ্চা নষ্ট হবার পর হতাশ হয়ে পড়েছিলেন ঐ প্রসূতি । এরপর  দেখা করেন বিশিষ্ট  প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাশীষ দেবাংসীর সাথে ।  তিনি ঐ মহিলার কথা শুনে কৃত্রিম প্রজনন পদ্ধতির সাহায্যে সন্তান প্রসবের কথা বলেন। চিকিৎসকের কথায় লুৎফা বিবি ও তার পরিবার রাজি হয়ে যায়।

সন্তানের জন্ম দিতে তিনদিন আগে লুৎফা বিবিকে ভর্তি করা হয় সিউড়ির চিত্তরঞ্জনস্ নার্সিংহোমে । সেখানে ডাঃ দেবাশীষ দেবাংসীর তত্ত্বাবধানে আই ইউ আই পদ্ধতির মাধ্যমে একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দেন লুৎফা বিবি।তার মধ্যে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান । সন্তান প্রসবের পর সুস্থ আছেন প্রসূতি এবং তার সন্তানেরা। একসঙ্গে তিনটি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরে ভীষণ খুশি লুৎফা বিবি । তিন সন্তানের নাম দেওয়া হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা । প্রসূতি বিশেষজ্ঞ  ডাক্তার দেবাশীষ দেবাংসী  বলেন- এক বছর আগে একজন পেসেন্ট আসেন তার কাছে। চারবার বাচ্চা এলেও মৃত সন্তানের জন্ম দেন এবং এর পর বাচ্চা হওয়া সমস্যা দেখা দেয় ঐ প্রসূতির  । তাই কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার কথা  জানাতেই তার পরিবার রাজি হয়ে যায়।আই ইউ আই  পদ্ধতির মাধ্যমে  বুধবার একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন ঐ প্রসূতি । প্রসূতি ও তার সন্তানেরা এখন সুস্থ আছেন।

error: Content is protected !!