অনলাইন রেল টিকিটে দুর্নীতি,গ্রেফতার ১

সাবানুল মাজহার(বীরভূম):  অনলাইন রেল টিকিটে দুর্নীতির দায়ে গ্রেফতার এক সাইবার ক্যাফে মালিক। বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ সহ বেশ কয়েক হাজার টাকার রেল টিকিট। সিউড়ি বাস স্ট্যান্ডে বিনোদ শর্মা নামে এক সাইবার ক্যাফের মালিক তার ক্যাফেতে দীর্ঘদিন ধরে ভুয়ো আইডি বানিয়ে আই আর সি টিসির অনুমতি ছাড়াই অনলাইনে বিক্রি করছে রেলওয়ে টিকিট। ২০১৪ সালে অনলাইনে টিকিট বিক্রির জন্য আই আর সি টিসির কাছ থেকে “উড়ান” নামে একটি আইডির অনুমতি নেন এই ক্যাফে মালিক । কিন্তু একটা আইডি থেকে মাসে ছটা অনলাইন টিকিট বুকিং করা যায়, কিন্তু তাতে সন্তুষ্ট নন তিনি। অতিরিক্ত টাকা রোজগারের লোভে পড়ে আই আর সি টিসির অনুমতি ছাড়াই আরও ছয়টি আইডি বানান তিনি এবং সেখান থেকে দেদার টিকিট বিক্রি করছিলেন বিনোদ শর্মা। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছিল অতিরিক্ত টাকাও। সিউড়ি আর পি এফ এর কাছে খবর যায় ভুয়ো একাউন্ট বানিয়ে বিক্রি করা হচ্ছে রেলের টিকিট। খবর পেয়ে আরপিএফ এবং সিউড়ি থানা যৌথভাবে হানা দেয় ওই সাইবার ক্যাফেতে। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, কম্পিউটার, ডায়েরি ও কয়েক হাজার টাকার রেল টিকিট। গ্রেপ্তার করা হয় বিনোদ শর্মাকে। বুধবার সিউড়ি আদালতে তোলা হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা না থাকায় তার জামিন মঞ্জুর করে আদালত৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here