যথাযথ মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হল লৌপুরুষের জন্মদিবস

কল্যানপুর, কৈলাশহর ও অমরপুরঃ  স্বাধীন ভারতের রুপকার হিসাবে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্মবার্ষিকী সারা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হলো যথাযথ মর্যাদায়। খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে খোয়াই টাউন হলে রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, বিধায়ক পিনাকী রায় চৌধুরী সহ অনান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সর্দার বল্লভ ভাই প্যাটেলের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে টাউন হলে সবাইকে শপথ বাক্য পাঠ করান খোয়াই জেলার মহকুমা ম্যাজিস্ট্রেট।

খোয়াই জেলার পাশাপাশি উনকোটি জেলায় পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি পালিত হয় কৈলাশহর উনকটি কলাক্ষেত্রে। সকাল ১১টায় স্থানীয় আর কে আই স্কুল মাঠের সামনে থেকে র‍্যালী করে উনকোটি কলাক্ষেত্রে মূল অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনীর উপর প্রবন্ধ রচনায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

  অপর দিকে অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে সকালে একতা দৌড় অনুষ্ঠিত হয়। মহকুমার প্রায় কয়েকশো মানুষ এই দৌড়ে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষ কুমার সাহা সহ অনান্য সরকারি আধিকারিকরা। অমরপুর মাতা মঙ্গলচন্ডীপুর মাঠ থেকে শুরু হয় দৌড়। এর পাশাপাশি অনান্য মহাকুমাতেও মর্যাদার সহিত পালিত হয় আজকের দিনটি।

রিপোর্টারঃ                                                                                                             গোপাল ভট্টাচার্য(কল্যানপুর), বিপ্লব দাস(অমরপুর) ও অয়ন  মজুমদার(কৈলাশহর)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here