“ত্রিপুরাকে মডেল রাজ্য তৈরি করে বল্লভ ভাই প্যাটেল ও প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করবো”

আগরতলাঃ “আমার স্বপ্ন তিন বছরে ত্রিপুরাকে শ্রেষ্ঠ প্রদেশে পরিনত করা । এখানে সবচেয়ে বেশী দায়িত্ব ত্রিপুরা পুলিশের । তারা প্রতিদিন রাজ্য জুড়ে নেশামুক্তির যে অভিযান চালাচ্ছেন তার জন্য তাদের ধন্যবাদ । আমরা খুব তাড়াতাড়ি ত্রিপুরাকে নেশা মুক্ত করবো। ত্রিপুরাবাসীরাও এগিয়ে এসেছেন।  তারাও তাদের এলাকায় কাউকে নেশা জাতীয় দ্রব্য কেনাবেচা করতে দিচ্ছেন না । তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য তৈরি করে বল্লভ ভাই প্যাটেল ও নরেন্দ্র মোদির স্বপ্নকে সফল করবো।”

বুধবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দৌড় অনুষ্ঠানে  রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখানে যেসব ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা আছে তাদের আমি পরামর্শ দিতে চাই , তোমরা একবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের আত্মজীবনী পড়ো ।

তিনি  গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে কীভাবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, কীভাবে দেশকে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন, কীভাবে তিনি সমস্ত প্রদেশকে একত্র করেছিলেন বিনা যুদ্ধে একটিও বুলেট খরচ না করে।” অনুষ্ঠানে ত্রিপুরা পুলিস,বিএসএফ,আসাম রাইফেলস এবং সিআরপিএফ প্যারেডে অংশগ্রহন করে।এছাড়াও অনান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!