মা-বোনেরা সুরক্ষিত হলেই সমাজও সুরক্ষিত হবেঃ মুখ্যমন্ত্রী

ধলাইঃ ভারতবর্ষ সংস্কৃতির দেশ। ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে যে জিনিসটি একসঙ্গে জুড়ে রাখে তা হলো আমাদের সংস্কৃতি। ধলাই জেলার মনু ব্লকের জামিরছড়া এডিসি ভিলেজের জামিরছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে কলই সমাজের ১৫০তম রায় বালমা পানদা-২০১৮ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কলই সমাজ, কলই এমপ্লয়িজ সোসাইটি, কলই ইয়ুথ সোসাইটি ও কলই ফেডারেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য আয়তনে ছোট হলেও এখানকার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। রাজ্যে জনজাতিদের ১৯টি জাতিগোষ্ঠী রয়েছে। প্রতিটি জনজাতি গোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। রয়েছে নিজ নিজ “কাস্টমারি ল”। এই “কাস্টমারি ল” গুলি আমাদেরকে সমাজবদ্ধ করে।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিন থেকেই নেশামুক্ত ত্রিপুরা গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । ধলাইয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার নেশামুক্ত ত্রিপুরা গঠনের কথা বললেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, নতুন সরকার গঠনের পর থেকেই ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষে সরকার কাজ করছে । কলই সমাজের নেশার বিরুদ্ধে এই শপথগ্রহন নেশামুক্ত ত্রিপুরা গঠনের দিকে রাজ্যকে নিয়ে যাবে। নেশামুক্ত হলেই মা-বোনেরা সুরক্ষিত থাকবে । মা-বোনেরা সুরক্ষিত হলেই সমাজও সুরক্ষিত হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here