মাকে অপমানের জবাব দিলেন মোদী, মনে করলেন কুয়াত্রোচ্চি মামাকে

ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে শনিবার এক জনসভায় কংগ্রেস নেতা রাজ্ বব্বরকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন,” বিগত ১৮বছর ধরে কংগ্রেস পার্টি আমাকে হারানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তা করতে না পেরে আমার মা যার কোনোদিন রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই তাকে নিয়ে বাজে মন্তব্য করছে কংগ্রেস পার্টি। কিন্তু কংগ্রেস যদি ভেবে থাকে আমার মাকে গালাগালি দিলে তারা নির্বাচনে জিতবে তাহলে তার জবাব মধ্যপ্রদেশের জনগণ দেবে।”

প্রসঙ্গত শুক্রবার ইন্দোরে এক জনসভায় কংগ্রেস নেতা রাজ্ বব্বর মোদির সমালোচনা করতে গিয়ে বলেন, “বর্তমানে টাকার দাম প্রধানমন্ত্রীর মায়ের বয়সের সমান হয়ে গেছে।”

প্রধানমন্ত্রী মোদী জনসভায় কংগ্রেসের মধ্যপ্রদেশের মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ‘মামা’ সম্বোধনের জবাবে বলেন, “কংগ্রেস শিবরাজ সিং চৌহানকে ‘কংস’ মামা বলার আগে নিজেদের কুয়াত্রোচ্চি মামার কথা মনে করা উচিত। যাকে বোফোর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধী দেশ থেকে টাকা লুট করে নিয়ে যেতে সাহায্য করেছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here