ইতিহাস গড়লেন মেরী কম

ইতিহাস তৈরি করলেন ভারতীয় বস্কার মেরীকম। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত  বিশ্বচ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪৮ কেজি বিভাগে ইউক্রেনের  হ্যানা অকোতাকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার মেরী কম।

২০১০ সালে শেষবারের মত বিশ্বচ্যাম্পিয়ান হয়েছিলেন তিনি। এর আগে ২০০২, ২০০৫, ২০০৬ এবং ২০০৮ সালে বিশ্বচ্যাম্পিয়ানের মুকুট উঠেছিলো এই ভারতীয় বস্কারের মুকুটে। এবার জয়ের  সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডের কেটি টেলরকে টপকে বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসেবে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি।

 

error: Content is protected !!