মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় ” একতাই সম্প্রীতি ” উৎসব মালদায়

হক জাফর ইমাম(মালদা) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় ” একতাই সম্প্রীতি ” উৎসব অনুষ্ঠিত হয় মালদা জেলায় বুলবুলচন্ডী কৃষক বাজার মাঠ প্রাঙ্গনে । সম্প্রীতি আর উন্নয়নের উপর জোর দিয়ে  মালদা বুলবুল চন্ডী এলাকায় শুরু হল ” একতাই সম্প্রীতি ” উৎসব। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ানের ফ্লেক্স ও ব্যানারের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার সংস্কৃতিকে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে মাধ্যমে ।

একতাই সম্প্রীতি অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, জেলাশাসক অর্ণব ঘোষ সহ তথ্য ও সম্প্রচার আধিকারিক প্রমূখ। অনুষ্ঠানে মালদা জেলা শাসক তার মূল্যবান ভাষণে বলেন , আজকে মালদার বুলবুলচন্ডী কিষক বাজারে অনুষ্ঠিত হচ্ছে তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে একতাই সম্প্রীতি ” উৎসব, অনুষ্ঠানটি প্রতি বছর হয়ে থাকে,যে অনুষ্ঠানের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ গুলো তুলে ধরা,পশ্চিমবঙ্গের সংস্কৃতি তারবার্তা বিভিন্ন সম্প্রদায়ের বার্তা বিভিন্ন মানুষের মধ্যেবিভিন্ন সম্প্রদায়ের ভাষা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বা একতা যে বার্তা যা আমাদের নিত্য সংস্কৃতি রয়েছেএকতাই সম্প্রীতি বর্তমান রাজ্য সরকারের উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরার জন্য বিশেষ কর্মসূচী রাখা হয়েছে । এছাড়াও একতাই রাজ্যের সম্প্রীতি অটুট থাকবে তারই প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত করেছেন এই মেলা । এই মেলা অনুষ্ঠান চলবে আগামী ২৫ শে নভেম্বর পর্যন্ত।

error: Content is protected !!