সারা দেশে যে ঐক্য , ভ্রাতৃত্ববোধ রয়েছে সেখানে আঘাত আসছেঃ শঙ্কর প্রসাদ দত্ত

সুবীর রায় চৌধুরী(সাব্রুম) বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির যেভাবে বাড়-বাড়ন্ত ঘটছে  এর ফলে সামগ্রিক গণতান্ত্রিক, চিন্তা, চেতনা এবং আমাদের দেশের মধ্যে যে ঐক্য, ভাতৃত্ববোধ রয়েছে সেই সমস্ত কিছুতেই আঘাত আসছে। এর বিরুদ্ধে ২০১৯ সালের ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছি। শনিবার সাব্রুমে ধর্মঘটের সমর্থনে আয়োজিত মহকুমা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন সিপিএম সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত।

শনিবার দুপুরে সাব্রুম সিটু বিভাগীয় অফিসে জন একতা, জন অধিকার মঞ্চ” সাব্রুম বিভাগীয় কমেটির উদ্যোগে  কনভেনশন অনুষ্ঠিত হয় । ২০১৯ সালের ৮ ও ৯ জানুয়ারি  কেন্দ্রীয় সরকার শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে সাব্রুম মহাকুমা ভিত্তিক কনভেশন হয়। উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সাব্রুমের সিটুর সম্পাদক অজয় বিশ্বাস সহ অনান্যারা।

error: Content is protected !!