রোহিঙ্গা সংকটে টেকসই সমাধান দরকার : ভিভিয়ান

জুয়েল আনান্দ্(ঢাকা) ‘রোহিঙ্গা সংকটটি অত্যন্ত জটিল। সহজে এর সমাধান করা যাবে না । আমাদের এখন টেকসই সমাধানের উপায় খুঁজে বের করা প্রয়োজন”। রবিবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণ।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মিয়ানমারসহ সবাইকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, মানবসভ্যতার কথা চিন্তা করেই রোহিঙ্গাদের তড়িঘড়ি করে মায়ানমারে ফেরত পাঠানো উচিত হবে না। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন ।

এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু সীমান্ত সংলগ্ন শূন্যরেখায় যান । সেখানকার অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তিনি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । তুমব্রু সংলগ্ন জিরো পয়েন্টে বর্তমানে সাড়ে চার হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এরপর সিঙ্গাপুরের মন্ত্রী উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন । পাশাপাশি তিনি রোহিঙ্গা ত্রাণকেন্দ্র, সেবাকেন্দ্র, শিশুবান্ধব কেন্দ্র পরিদর্শন করেন । পরে বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here