দুধ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার

আগরতলাঃ “আমাদের সরকার আগামী দুই বছরের মধ্যে দুধ উৎপাদনে ত্রিপুরাকে স্বনির্ভর করে তোলার সংকল্প নিয়েছে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী মাসে রাজ্যের ৫০০০ পরিবারকে দুইটি করে গাভী প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ব্যাঙ্ক থেকে ঋন এর মাধ্যমে ৫০০০ পরিবারকে বিশেষ করে জনজাতি পরিবারকে গাভী প্রদান করবে এবং এই ঋনের সুদ প্রদান করার দ্বায়িত্ব সম্পুর্ণরুপে রাজ্য সরকার বহন করবে। আগামী দুই মাসের মাসের মধ্যে ৫০০০ পরিবারকে ১০০০০ গাভী প্রদান করার ব্যবস্থা করা হবে। সম্প্রতি প্রজ্ঞা ভবনে আয়োজিত চিন্তন শিবিরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুধ উৎপাদনে ত্রিপুরা রাজ্যকে স্বনির্ভর করে তুলতে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রাজ্যে সরকার গঠন করার পর থেকেই বেকারদের জন্য কর্মসংস্থান করার লক্ষ্যে নানা চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। বেকারদের ঋনপ্রদান সহ ছোট ছোট ব্যবসায় উৎসাহী দেওয়া ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এবার ঘরে ঘরে মানুষ যাতে দুধ উৎপাদনের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করতে পারে তাঁর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, “আমি বড় শিল্পের বিরোধী নই। কিন্তু একটা বড় শিল্প করার জন্য ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ দরকার। যার মধ্যমে দুই হাজার লোকের কর্মসংস্থান হতে পারে।” এরপরে নিজের প্রস্তাব অনুযায়ী বিপ্লব দেব বলেছেন, “১০ হাজার গরু থেকে পাঁচ হাজার পরিবারের আয় হবে। গরু হাতে পাওয়ার ছয় মাসের মধ্যেই উপার্জন শুরু হবে।” পাশাপাশি গরু পালনের মাধ্যেমে রাজ্যবাসিকে স্বনির্ভর করার জন্য নিজের বাসভবনেও গরু পালনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানিয়েছেন, “আমি ঘোষণা করছি এখন থেকে মুখ্যমন্ত্রীর আবাসনে গোরু পালন করা হবে। সেই গোরুর দুধ আমি এবং আমার পরিবারের সদস্যরা খাবে। এটা ত্রিপুরার সাধারণ মানুষকে উৎসাহিত করবে বাড়িতে গো-প্রতিপালন করে সেই গোরুর দুধ খেতে এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই করতে।”

 

error: Content is protected !!