আগরতলাঃ রক্তের কোন জাত- ধর্ম – বর্ণ নেই । বিজ্ঞানীরা এখনো পর্যন্ত রক্ত তৈরী করতে সক্ষম হয়নি। রক্তের প্রয়োজনীয়তা বিভিন্ন সময়ে দেখা যায় । আমি প্রত্যেককে অনুরোধ করছি , বছরে অন্তত তিনবার রক্তদান করুন। রক্তদানের মাধ্যমে আমরা শুধুমাত্র নিজেরা রক্তদান করছিনা, নিজেরও উপকার করছি । রাজধানীর ইন্দ্রনগরে কালীবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ।
রাত পোহালেই কালীপুজো। পুজোর আনন্দে মেতে উঠতে তৈরি শহরবাসী। প্রতিবছরের ন্যায় এবছরও শ্যামা মায়ের আরাধনার আয়োজন করেছে কালীবাড়ি প্লে সেন্টার। সেই উপলক্ষে সোমবার সকালে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। এরপর উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় স্বাস্থ্যমন্ত্রীকে।
