আগরতলাঃ বর্তমান রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির ফলেই সরকারি চাকরি পেলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বাম বিধায়ক ঝুমু সরকার । রবিবার টেট পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষকরা রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী কে সম্বর্ধনা জ্ঞাপন করেন। সেই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রাক্তন বাম বিধায়ক ঝুমু সরকার নত মস্তকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।বাম আমলের বিধায়ক রাম আমলে শিক্ষক। কিন্তু নিন্দুকেরা বলেছেন পদ্মবনে আনাগোনা শুরু করেছেন এই প্রাক্তন বাম বিধায়ক।
