স্টাফ রিপোর্টার(আগরতলা) “২৫ বছর বামফ্রন্ট সরকার শুধু হামাগুড়ি দিয়ে গেছে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেনি,যে কারণে রাজ্যবাসীর ভাগ্যে দুর্ভোগ নেমে আসে”। রবিবার নজরুল কলাক্ষেত্রে গেজেটেড অফিসার সংঘের বার্ষিক সাধারণ সভাতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমকে এই ভাষায় আক্রমন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে রাজ্যের গেজেটেড অফিসার সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , উত্তর পূর্বাঞ্চলের সংঘের সম্পাদক সুনীল কিরওয়াই ও সর্বভারতীয় সদস্য এন তোম্বা সিং। সংঘের উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক সুনীল কিরওয়াই ভাষন রাখতে গিয়ে নির্ভয়া কান্ডের কথা উল্লেখ করে বলেন শুধু মুর্দা আর জিন্দাবাদের শ্লোগান তুললেই হবে না নির্ভয়া কান্ডের মত ঘটনাকে রুখতে সভ্য সমাজ গড়ে তুলতে হবে।
