দুটি পৃথক বাইক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত ২

পরিচয় গুপ্ত ( বাঁকুড়া)- এক বাইক আরোহীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের সতীঘাট এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা শহরের সতীঘাট বাইপাস এলাকায় মোটর বাইক সহ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে এবিষয়ে কোন মন্তব্য করা না হলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবী, ঐ বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিল। সেকারণেই এই দূর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম জানা না গেলেও সে বাঁকুড়া শহরের অরবিন্দ নগরের বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে।

অপর দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দূর্ঘটনার শিকার হলো দুই বাইক আরোহী । ঘটনাটি ঘটেছে শনিবার রাত বারোটা নাগাদ বাঁকুড়া-দুর্গাপুর ৬ নম্বর রাজ্য সড়কের উপর কদমাঘাটির কাছে। এই ঘটনায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে বাঁকুড়া সম্মালনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ঐ হাসপাতালেই পাঠানো হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে।  ঐ দুই বাইক আরোহীর কারো মাথাতেই হেলমেট ছিলনা। যদিও এখনো এই দুই বাইক আরোহীর কারোরই নাম-পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here