সিপিএমের “নতুন সূর্যোদয়ের” স্মরণ সভা করলো ভূমি উচ্ছেদ কমেটি

সৌমাল্য ব্যানার্জিঃ সালটা ২০০৭, ১০ নভেম্বর । নন্দীগ্রাম ভূমিরক্ষার আন্দোলনে  ২০০৭ সালের এই দিনটি তৎকালীন বামফ্রন্ট সরকারের নতুন সূর্যোদয়ের নামে আক্ষা দিয়েছিলো । হাড়হিম করা নৃশংস হত্যালীলার এইদিনে মৃত্যু ও নিখোঁজ হয়েছিলো ২৩ জন ভূমিআন্দোলনকারী । আন্দোলনের প্রথম দিনথেকেই নন্দীগ্রামের পাশে ছিলেন বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আর আজকের এই দিনটি প্রতিবছর শুভেন্দু বাবুর নেতৃত্বে  গোকুল নগরে শহীদস্মরন করে থাকেন ।

শনিবার সকালে নন্দীগ্রামের গোকুলনগরে শহীদবেদিতে মাল্যদান করে শহীদদের সন্মান জ্ঞাপন করলেন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । শুভেন্দু বাবু ছাড়াও উপস্থিত ছিলেন ফিরোজা বিবি,সে সুপিয়ান,আবু তাহের সহ নন্দীগ্রাম ভূমি আন্দোলনের নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here