বিদ্যালয়ে গরহাজির শিক্ষক, মিড ডে মিল রান্নার দায়িত্বে কচিকাঁচারা

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরাজার) শান্তিরবাজার মহকুমার মগপাড়ার ট্রাইজংশন জেবি স্কুলের পঠন পাঠনের এক করুন চিত্র ফুটে উঠেছে ডাকবার্তার প্রতিনিধির ক্যামেরায়। বিদ্যালয়ে  প্রায় সময়ই অনুপস্থিত থাকেন শিক্ষক-শিক্ষিকারা,মিড ডে মিল রান্নার কাজ সামলান কচিকাঁচারা। বর্তমানে বিদ্যালয়ে ৩২ জন ছাত্রছাত্রী ও ৩ জন শিক্ষক আছেন। কিন্তু শিক্ষকরা সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন  না।

   বিদ্যালয় পরিদর্শক দুলাল বিশ্বাসকে জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। কিন্তু কোন সুফল পায়নি বলে অভিযোগ অভিভাবকদের। শেষ পর্যন্ত বিদ্যালয়ের করুন অবস্থা রাজ্য সরকারের গোচরে আনতে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও অভিভাবকরা দ্বারস্থ হয়েছেন সংবাদমাধ্যমের। শনিবার দুপুরে বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্র কুমার রিয়াং। কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা স্কুলের বেহাল অবস্থা নিয়ে প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কোন কথা বলেননি।

বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশুনার বদলে মিড ডে মিল তৈরির জন্য সব্জি কাটতে ব্যস্ত সেই বিপদজনক ছবি ধরা পড়েছে ডাকবার্তার প্রতিনিধির ক্যামেরায়। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের অভিভাবকরা জানিয়েছেন, প্রতিদিন এই চিত্র ধরা পড়েছে। সঠিকভাবে পড়াশুনা হয়না দেখে বিদ্যালয়ে আসেন না অনেক ছাত্রছাত্রীরা । রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা করেছেন। কিন্তু তারপরেও কোন হেলদোল নেই সরকারের। এখন এটা দেখার বিষয় যে, বিদ্যালয়ের গুনগত মান বজায় রাখার জন্য কি ব্যবস্থা নেয় রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here