গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) মদ্যপ স্বামীর বন্ধুর এবার ধর্ষণ করতে চাইলো বন্ধুর স্ত্রীকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কল্যানপুর থানার নতুনাবাদী গ্রামের রামরুদ গৌড়ের বাড়িতে। ঘটনার বিবরনে জানা গেছে শুক্রবার রাতে রামরুদ গৌড় ও তার কয়েকজন বন্ধু মিলে বাড়িতেই মধ্যপানের আসর বসায়। অত্যাধিক মদ্যপানের ফলে সকলেই বেসামাল হয়ে পড়েন।
