বন্ধু নিয়ে বাড়িতেই বসিয়েছিলেন মদের আসর, তারপর…..

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) মদ্যপ স্বামীর বন্ধুর এবার ধর্ষণ করতে চাইলো বন্ধুর স্ত্রীকে।  মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে  কল্যানপুর থানার নতুনাবাদী গ্রামের রামরুদ গৌড়ের বাড়িতে। ঘটনার বিবরনে জানা গেছে শুক্রবার রাতে রামরুদ গৌড় ও তার কয়েকজন বন্ধু মিলে বাড়িতেই মধ্যপানের আসর বসায়। অত্যাধিক মদ্যপানের ফলে সকলেই বেসামাল হয়ে পড়েন।

foodzone
foodzone

ঠিক সেই সময় রামরুদ গৌড়ের এক বন্ধু তার স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করে। সেই সময় ওই মহিলা প্রতিরোধের চেষ্টা করলে তার উপর হামলা করে অভিযুক্ত যুবক । বর্তমানে আক্রান্ত মহিলা কল্যাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  চিকিৎসারত রয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত সলমান দেববর্মাকে আটক করেছে কল্যানপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here