কেন্দ্রীয় সরকার আজ দেওলিয়া হয়ে গেছেঃ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ

আগরতলাঃ প্রধানমন্ত্রী বলেছিলেন যে নোটবন্দি মানুষের ভালোর জন্য করা হয়েছে। কিন্তু আজ দুবছর হয়ে গেলো মানুষ কোনো সুফল পাইনি । কেন্দ্রীয় সরকার দেওলিয়া হয়ে গেছে । জায়গায় জায়গায় মূর্তি করলে কিছু  হবেনা । প্রধানমন্ত্রী অর্থনীতি জানেন না। তিনি  “সব কা সাথ সব কা বিকাশ” বললেও, ওনার সময় কোনো কাজ হয়নি“। নোটবন্দীর দুবছর বর্ষপূর্তিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে একথা বললেন সিকিমের কংগ্রেসের দায়িত্বে থাকা  প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ।

নোটবন্দীর দুবছর বর্ষপূর্তিতে সারা দেশের পাশাপাশি শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। পোস্টঅফিস চৌমুনিস্থিত কংগ্রেসের সদর কার্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।

মিছিলে অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল রায় সহ কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দরা। পোস্টঅফিস চৌমুনি থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে রাজধানীর আরবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা। প্রদেস সভাপতি বলেন, “ নোটবন্দির ফলে দেশের অর্থনৈতিক  অবস্থা দেওলিয়া হয়ে গেছে। নোটবন্দি শুধুমাত্র করা হয়েছিল বিজেপির নেতাদের কালোটাকা সাদা করার জন্য ।

foodzone

বিজেপি সভাপতি অমিত শাহ ৭০০ কোটি টাকা কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে কালো টাকা সাদা করেছে। দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। দেশে যে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে তার জন্য দায়ী নরেন্দ্র মোদী ।“

error: Content is protected !!