রাজ্যবাসী ও পর্যটকদের জন্য খুশীর খবর শোনালো রাজ্য সরকার

আগরতলাঃ এখন থেকে শনি ও রবিবারে দোকান বন্ধ রাখার বিষয়টি বাধ্যতামূলক থাকবে না। বর্তমানে শনি ও রবিবার মিলিয়ে দেড় দিন দোকান বন্ধ থাকে।শুক্রবার এই সিদ্ধান্ত নিলো রাজ্য মন্ত্রিসভা।দোকার বন্ধ রাখার বিষয়টি নির্ভর করবে ব্যাবসায়ীদের উপর।তবে শ্রম আইন অনুযায়ী,শ্রমিকদের দেড় দিন বন্ধ দিতে হবে।আগামী মাস থেকে  কার্যকর হবে এই নিয়ম।

foodzone
foodzone

ডিসেম্বর মাস থেকে থেকে প্রতি শনি ও রবিবার দোকান খোলা রাখতে পারবেন দোকান মালিকেরা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ৫ নভেম্বর মন্ত্রীসভার বৈঠকে “ত্রিপুরা শপস এন্ড এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট ১৯৭০” এর সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “পুরোনো আইনে প্রতি শনিবার অর্ধদিবস ও রবিবার পূর্ণ দিবস দোকান বন্ধ রাখার কথা বলা ছিলো। কিন্তু আইন সংশোধন করে এই আইন তুলে দেওয়া হয়েছে।

  সপ্তাহের ছুটির দিনে দোকান  বন্ধ থাকায় নানা অসুবিধার মুখে পড়েছিলেন শহরবাসী থেকে শুরু করে পর্যটকরা। তাদের কথা চিন্তা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানিয়েছেন, কোন দোকানদার যদি মনে করেন তিনি দেড়দিন দোকান খোলা রাখবেন সেক্ষেত্রে সরকারের কিছু করার থাকবেনা।  দেড়দিন দোকান খোলা থাকলেও দোকানের শ্রমিকের  দেড়দিন ছুটির সংস্থান বাধ্যতামূলক করা আছে সংশোধিত আইনে।

error: Content is protected !!