ভাইয়েরা যদি আশেপাশের বোনদের রক্ষা করে তাহলে রাজ্যে নারী নির্যাতন ঘটবে নাঃ মুখ্যমন্ত্রী

 আগরতলাঃ “সমস্ত ত্রিপুরাবাসীকে পাশে নিয়ে ত্রিপুরাকে  আমি  মডেল রাজ্য  তৈরী করতে চাই।  আজ ভাইফোঁটার দিনে ত্রিপুরার সমস্ত ভাইদের বলতে চাই যে তারা যদি দায়িত্ব নিয়ে বোনদের রক্ষা করে তাহলে আইনের দরকার পড়ে না । মুখ্যমন্ত্রী হয়ে আমার অবশ্যই দায়িত্ব আছে । কিন্তু প্রত্যেক ভাইয়েরা যদি তাদের আশেপাশের বোনদের রক্ষা করে তাহলে ত্রিপুরাতে নারী নির্যাতন ঘটবে না”।

শুক্রবার সকালে নিজ বাসভবনে ভাইফোঁটায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমকে একথা জানালেন  মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । শুক্রবার রাজধানীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে ভাইফোঁটার আয়োজন করা হয় । সেখানে বোনেরা গিয়ে মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দেন। মিষ্টি মুখ করান । মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দিতে ইচ্ছুক বোনেরা সকাল থেকেই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে । সেখানেই মুখ্যমন্ত্রীকে ফোঁটা দিয়েছেন তারা। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাসভবনে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে।

error: Content is protected !!