বাংলায় বিজেপি ‘কালো দিন’ ফেরাতে চাইছেঃ অভিষেক

পুরুলিয়াঃ “কেউটে সাপের সঙ্গে যে আচরণ করেন,বিজেপির সঙ্গেও রাজনৈতিকভাবে সেই আচরণ করুন।” “ঝাড়খণ্ড থেকে আসা বিজেপির দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। রাজ্যে বিজেপি ‘কালো দিন’ ফেরাতে চাইছে”। শনিবার পুরুলিয়ার পাঞ্চুর গ্রামে তৃনমূল কর্মী পিন্টু সিনহার মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমন করলেন সাংসদ অভিষেক বন্ধোপাধ্যায়।

কালীপুজোর দিন রাতে পুরুলিয়ার পারুই গ্রামে আততায়ীর হাতে খুন হন তৃণমূল কর্মী পিন্টু সিনহা।বলির পাঁঠার মাংস কাটার সময় পিন্টু সিনহাকে পিছন থেকে গুলি করে দুষ্কৃতী । গুলি লাগে কোমরে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় এসএসকেএম হাসাপাতালে নিয়ে আসা হয় পিন্টু সিনহাকে । কিন্তু শেষপর্যন্ত অত্যধিক রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় পিন্টু সিনহার। তারপরেই খুনের ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূল । শনিবার সকালে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

error: Content is protected !!