চা উপজাতি সম্প্রদায়ের জনগণ রাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখেঃ মুখ্যমন্ত্রী

অসমঃ “নতুন সরকার আসার পর থেকেই  চা উপজাতি সম্প্রদায়ের জনগণের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে তাদের  বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে”। শনিবার সন্ধ্যায় অসম প্রশাসনিক স্টাফ কলেজের চা উপজাতি চাষিদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রাক কোচিং সেন্টারের উদ্বোধন করে একথা বলেন অসমের মুখ্যমন্ত্রী  সার্ববানন্দ সোনাওয়াল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “চা উপজাতি সম্প্রদায়ের জনগণ রাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখে । তাদের কারণে, আসাম চা বিশ্বব্যাপী বাজারে তার নাম উজ্জ্বল করেছে।“ পাশাপাশি তিনি আরও বলেন,  “যদিও চা উপজাতি সম্প্রদায়ের লোকেরা কয়েক দশক ধরে সমস্যার মুখোমুখি হচ্ছে, তবে পূর্ববর্তী রাজ্য সরকার তাদের সমস্যাগুলির প্রতি অন্ধ ছিল । অন্যদিকে, বর্তমান সরকার চা উপজাতি সম্প্রদায়ের  সমস্যাগুলি উপলব্ধি করে তার সমাধানে, তাদের সামগ্রিক উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।“

পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কোচিং সেন্টার এর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যেসব মানুষ নিরলসভাবে কাজ করে চলেছে তাদের আর্থ-সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য রাজ্য সরকারের অনেক কর্মসূচির মধ্যে এটাও একটি।“ অসমের যে ৫০ জন শিক্ষার্থী সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে তাদের কঠোর পরিশ্রম করতে আহ্বান জানিয়েছেন  এবং তাদের প্রচেষ্টায় সফল হয়ে অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহের উৎস হতে বলেন মুখমন্ত্রী।

error: Content is protected !!