সার্ভিস রুল ভঙ্গ করে বরখাস্ত শিক্ষিকা

স্টাফ রিপোর্টার(আগরতলা)- সরাসরি রাজনীতিতে অংশগ্রহন করা রাজ্যের সরকারি কর্মচারীদের বহুদিনের অভ্যেস। অবশ্য বিগত বহু বছর ধরে শাসক দলের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতেন-ই শিক্ষক কর্মচারীরা। রাজ্যে সরকার পরিবর্তনের পরও সেই বদঅভ্যাস কোন ভাবেই ত্যাগ করতে পারছেন না কিছু সরকারি কর্মচারীরা। তাই সার্ভিস রুল  ভঙ্গ করার অপরাধে আগরতলা তুলসিবতী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া দাসকে বরখাস্ত করলো রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কারন হিসাবে দেখানো হয়েছে ডালিয়া দাস একজন সরকারি শিক্ষিকা হয়েও তিনি একটি রাজনৈতিক দলের মঞ্চে অংশগ্রহণ করেছেন। শিক্ষিকা ডালিয়া দাস যে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী তা বহুবছর ধরেই প্রত্যক্ষ করছেন আগরতলাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here