প্রতিদিনের মত আজও সকালে পুকুরপাড়ে গিয়েছিলেন গ্রামবাসীরা । কিন্তু গিয়েই চমকে উঠলেন

শান্তুনু দাস(পুরুলিয়া)- পুরুলিয়া শহরের ধবঘাটা তেলিপাড়ার শ্মশান সংলগ্ন পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়াল শহরজুড়ে । রবিবার সকালে সকালে স্থানীয় বাসিন্দারা হঠাৎ পুকুরের মধ্যে ওই যুবকের মৃত দেহটি দেখতে পায়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়,মৃত ওই যুবকের নাম গৌর রাজোয়াড় বাড়ি তেলিপাড়াতেই । তবে খুন নাকি জলে ডুবে মৃত্যু তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে।যদিও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়,কালীপুজোয় পাড়ারই কয়েকজন যুবকের সঙ্গে গৌর রাজোয়াড়ের বচসা বাঁধে । তবে কি সেই বচসার জেরেই খুন নাকি জলে ডুবে মৃত্যু ? এখন সেই নিয়েই ধোঁয়াসাই রয়েছে পুলিশ।ঘটনায় ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here