মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলো চুড়াইবাড়ির এই পুজো কমেটি

কিষান কুমার মালি(চুড়াইবাড়ি)-  মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই রাজ্যের সমস্ত  ক্লাবগুলোকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন  রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । দুর্গোৎসব ও শক্তি আরাধনায় ব্রতগামী হওয়া ক্লাব গুলি এবার একটু ভিন্ন আঙ্গিকে সমাজসেবায় মনোনিবেশ করেছে । ক্লাব মানেই বিশাল মণ্ডপ , থীমের বাহার, ডিজে সাউন্ড আর সংগীত জলসা হতো । এবার এসবের পাশাপাশি সব কটি বড় ক্লাব সামাজিক কাজকর্মে এগিয়ে এসেছে। চুড়াইবাড়ি ইয়ুথ ক্লাব বড় বাজেটের পুজো করেছে । পুতুল দিয়ে প্যান্ডেল, বাহারি আলোকসজ্জা তার পাশাপাশি থাকছে সংগীত জলসা। কিন্তু সামাজিক কাজকর্মে এবার নতুন রূপে তাদের উদয় ।

ক্লাব প্রাঙ্গণে হাম রুবেলা টিকা করন এর পাশাপাশি গরিব মানুষের মধ্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তারা। পুজো কমিটির সম্পাদক রূপক দেব রায় জানান প্রায় ২৫০ জনের মতো রোগী দেখা হয়েছে এবং তাদের বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়েছে। তাছাড়া ১০২ জনকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। কল্পনা সেবা সমিতি ট্রাস্ট এর সহযোগিতা নিয়ে তারা এই মেডিকেল ক্যাম্প করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here