একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে নজর রাখছে জাতিসংঘ

মো: সাইফুল ইসলাম( ঢাকা, বাংলাদেশ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে জাতিসংঘ নজর রাখছে । মাঠ পর্যায়ে চলমান ঘটনাবলী সম্পর্কে জাতিসংঘ সজাগ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিববের উপ-মুখপাত্র ফারহান হককে শনিবার নিউইয়র্কে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

বিরোধীজোটের আপত্তি সত্ত্বেও নির্বাচনে তফসিল ঘোষণা বিষয়ে ফারহান হককে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, বাংলাদেশের মাঠ পর্যায়ে চলমান ঘটনাবলী সম্পর্কে আমরা সজাগ রয়েছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি। বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আমাদের অগ্রাধিকার। আমরা নির্বাচন আয়োজনের ওপর চোখ রাখব এবং দেখব আমাদের অগ্রাধিকারগুলো গুরুত্ব পেল কিনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর এবং প্রত্যাহার ২৯ নভেম্বর। তার ২৪ দিন পর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here