অচলাবস্থায় শুনশান সীমান্ত হাট, বয়কট ব্যবসায়ীদের

ওয়েবডেস্ক: মঙ্গলবার হাট পরিচালন কমিটির ভিসিটর পাস্ না দেওয়ায় এবং বিএসএফ ও কাস্টম কর্তৃক চেকিংয়ের নামে ভারতীয় ব্যাবসায়ীদের হয়রানির প্রতিবাদে সীমান্ত হাট বয়কটের সিদ্ধান্ত নেয় সাব্রুম শ্রীনগর সীমান্ত হাটের ব্যবসায়ীরা।

মোট ২৭জন ভেন্ডার ও ৮১জন সহযোগী ভেন্ডারসহ ১০৮জন ভারতীয় ব্যবসায়ী একসাথে সীমান্ত হাট বয়কটের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ভিসিটর পাস্ ভারতের পক্ষ থেকে না দেওয়ার কারণে বাংলাদেশী ব্যবসায়ীরাও সীমান্ত হাটে আসেনি। কারণ ভারতীয় ভিজিটর না পেলে তাদের পণ্য বিক্রি করতে পারবেন না। যে কারণে মঙ্গলবার সাব্রুম শ্রীনগর সীমান্ত হাট ছিল জনশূন্য।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিএসএফ ও কাস্টমের এই ধরণের ব্যবহারে ভারত ও বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরাই বিব্রত বোধ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here