হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সমেত ধৃত চার যুবক

ওয়েবডেস্ক: মঙ্গলবার পুলিশের ডিআইবি শাখার ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাসের নেতৃত্বে শংকর সরকার, সৈকত দত্ত, লিটন ঘোষ ও সুজিত দাস নামে চার নেশা কারবারিকে চোরায়বাড়ির পুলিশ গেটে আটক করে চোরায়বাড়ি থানার পুলিশ।

বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে আসাম থেকে ত্রিপুরা আসার পথে TR01BB0771 নম্বরের একটি মারুতি ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সমেত এই চার যুবককে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here