চিটফান্ডের সাথে জড়িত রাঘব বোয়ালদের কোনোমতেই ছাড়া হবেনা, মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক: দ্বাদশ বিধানসভার প্রথম শীতকালীন অধিবেশনে অর্থাৎ সোমবার বিধানসভা উত্তাল হয়ে ওঠে চিটফান্ড ইস্যুতে। শাসক দলের বিধায়ক অরুণকান্তি ভৌমিকের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, চিটফান্ডের সাথে জড়িত রাঘব বোয়ালদের কোনোমতেই ছাড়া হবেনা। যারা রাজ্যের ৩৭ লক্ষ্য জনগণকে ঠকিয়েছে তাদের শাস্তি অনিবার্য।

তিনি তথ্য উল্লেখ করে বলেন, মাননীয় উচ্চ আদালত চিটফান্ড সংক্রান্ত সমস্ত মামলা সিবিআইকে সোপার্দ করতে আদেশ জারি করেছেন গত ২০ই নভেম্বর। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার আগেই তিনি সমগ্র রাজ্যবাসীর কাছে অঙ্গীকার বদ্ধ হয়েছিলেন যে রাজ্যে বিজেপি-আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হলে চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎকারীদের ছাড়া হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here