পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হল হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী উৎসব

হক জাফর ইমাম(মালদা, পশ্চিমবঙ্গ): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলার শিল্প কেন্দ্রের উদ্যোগে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য।

মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী শুরু হয়েছে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী উৎসব। মালদা শহরের কে.জে সান্যাল রোডের জেলা শিল্প কেন্দ্রের দপ্তরে ঘটা করে  তিন দিনের হস্তশিল্পের প্রদর্শনীর উৎসব আয়োজন করা হয়েছে। এদিন দুপুর ১২টা নাগাদ এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা,জেলা ব্যাবসায়ী সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল সাহা, চিত্রশিল্পী মঞ্জু শর্মা ।

জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন,”মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এ রাজ্যের হস্তশিল্প এমন একটা জায়গা করে নিয়েছে যার সুনাম সারা দেশেই হয়েছে।  বিভিন্ন হস্ত শিল্পীদের প্রতি রাজ্য সরকার সব রকম ভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। তাদের হাতের বিভিন্ন কারুকার্যের তৈরি হওয়া শিল্প যাতে বেশি করে প্রচার পায় সেই প্রচেষ্টাতেই এই ধরনের প্রদর্শনী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।”

জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পীদের স্বনির্ভর করার জন্য এই ধরনের প্রদর্শনী ক্ষেত্র বিভিন্ন জেলায় করা হচ্ছে। মূলত বাঁশ, বেত ও ইনস্টল ডাস্ট পেস্ট করে বিভিন্ন ধরনের ছবি ও হাতের কারুকার্য বিভিন্ন ক্ষুদ্র শিল্পের কারুকার্য এদিনের প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এই ধরনের শিল্প এশিয়া তথা ইউরোপের বাজারেও যাতে আরো বেশি মাত্রায় প্রচার পায় ও চাহিদা বাড়ে তার জন্য বিশেষ প্রয়োগ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এতে করে বিভিন্ন হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীদের অনেকটাই আগ্রহ বাড়বে।”

এদিন জেলা শিল্প কেন্দ্রের এই প্রদর্শনী অনুষ্ঠানের মধ্যেই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৪৪ জন শিল্পী তাদের নিজেদের তৈরি করা শিল্প নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন।

error: Content is protected !!