মালদায় মদের দোকানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন জমা দিল এপিসিআর

হক জাফর ইমাম(মালদা, পশ্চিমবঙ্গ): গোটা রাজ্য জুড়ে সরকারিভাবে পঞ্চায়েত এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বৈধ মদের দোকান খুলে ব্যবসা করায় অবনতি হচ্ছে যুব সমাজসহ সাধারণ মানুষের। এরই প্রতিবাদে মঙ্গলবার এপিসিআর সংগঠনের ডাকা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দুই শতাধিক যুবক শামিল হয়ে জেলা প্রশাসনিক ভবনের বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভের প্রদর্শনের শেষে এপিসিআর সংগঠনের তরফ থেকে মালদা জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের দাবি, মদ মুক্ত রাজ্য করতে হবে। যেখানে যুবকরা কাজ থেকে বঞ্চিত হচ্ছে, রাজ্যজুড়ে বেকার সমস্যা বেড়ে গেছে কিন্তু এই সরকার সেখানে কোন ধ্যান না দিয়ে প্রতিদিন বিভিন্ন ব্লকে পঞ্চায়েতের আনাচে কানাচে মদের দোকান ব্যাঙের ছাতার মতো গজিয়ে তুলছে। এরই প্রতিবাদে আজ তাদের এই আন্দোলন।

রাজ্য ও জেলাজুড়ে মদের দোকান বন্ধ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান এপিসিআর সংগঠনের সদস্যরা। প্রথমে তারা মালদা জেলা প্রশাসন ভবনের সম্মুখে রাজ্য জুড়ে মদ বন্ধের প্রতিবাদে ধিক্কার মিছিল করে, পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসনের হাতে তুলে দেন।

error: Content is protected !!