সব ঠিক থাকলে সঠিক দিনেই উড়ান নেবে চন্দ্রাভিযান-২

নয়াদিল্লি: গত ১৫ জুলাই মাত্র ৫৬.২৪মিনিট আগেই স্থগিত রাখতে হয় Chandrayaan 2. রাত ২.৫১ মিনিটে GSLV-MK3 লঞ্চ হওয়ার কথা ছিল,  কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই লঞ্চ স্থগিত রাখতে হয়৷ ইসরোর প্রধান বি আর গুরুপ্রসাদ জানান, GSLV-MK3 লঞ্চ ভেহিকলে কিছু ত্রুটি থাকার কারণে তা বন্ধ করে দিতে হয়৷ কবে এটি লঞ্চ করা হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে৷

সূত্রের খবর, ক্রায়োজেনিক স্টেজে কমান্ড গ্যাস বটলে প্রেসার লিকেজ ছিল৷ এই কারণে কিছু সমস্যা হতে পারত বলে স্থগিত করে দেওয়া হয়।

আরও জানা যাচ্ছে, ইসরো বিজ্ঞানীরা হিলিয়াম লিকেজের এই সমস্যা ঠিক করে দিয়েছেন৷ কিছু টেস্ট বাকি রয়েছে যা ১৭ এবং ১৮ জুলাই-এর মধ্যে হয়ে যেতে পারে৷ সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই দুপুর ২.৫২মিনিটে চন্দ্রায়ন-২ লঞ্চ হতে পারে৷ এতে ভারতের চন্দ্র অভিযানের সময়ের পরিবর্তন হবে৷ অর্থাৎ প্রথমে Chandrayaan 2 চাঁদে ৬ সেপ্টেম্বর পৌঁছনোর কথা ছিল, ২০তারিখ লঞ্চ হলে এটি ১০ বা ১১ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ দিকে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছিল চলতি বছরের ৬ই সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে এই মহাকাশযান৷ মূলত জলের সন্ধানে এবার চন্দ্রাভিযান ছিল ভারতের৷ এই রোভারে ছিল মোট ১১টি অংশ৷ এর মধ্যে ভারতের ছটি, তিনটি ইউরোপের, ২টি মার্কিন যুক্তরাষ্ট্রের৷

এই প্রসঙ্গে ডিআরডিও-র ডিরেক্টর অফ পাবলিক ইন্টারফেস রবি গুপ্তা জানান, চন্দ্রায়ন ২-র উড়ান বন্ধ করার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল৷ নয়তো বড়সড় বিপদ হতে পারত৷ এই ধরণের অভিযানে কোনও ঝুঁকি নেওয়া উচিত নয়৷ ইসরোর সিদ্ধান্ত একেবারে যথাযথ ও সময়োপযোগী৷

কিন্তু এবার সমস্ত প্রচেষ্টার পরও যদি ২০ জুলাই এই লঞ্চ না হয়, তাহলে আগামী কয়েক সপ্তাহ এই লঞ্চ আটকে যেতে পারে৷ এবং সেক্ষেত্রে অক্টোবরে ফের সেই সুযোগ আসতে পারে৷

error: Content is protected !!