ইডির মুখোমুখি এবার কুনাল ঘোষ

 সারদাকাণ্ডে ফের ইডির মুখোমুখি কুণাল ঘোষ৷ জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করে, এবং সেই মতো কুণাল ঘোষ বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন বলে জানা যায়৷

জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যাওয়ার মুহূর্তে কুণাল ঘোষ জানান, তিনি ইডি এবং সিবিআই-এর কাছে আবেদন করেছেন যাতে বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্তে তাঁকে আর বিজেপি নেতা মুকুল রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়৷

এর দুদিন আগেই সারদা-কাণ্ডে নোটিশ দিল ইডি। মোট ছ’জনকে নোটিশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার ইডির তরফ থেকেও এই নোটিশ দেওয়া হয়৷

এর আগেও শতাব্দী রায়কে সারদা কান্ডে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও সংসদে অধিবেশন চলায় এখনই এই তৃণমূল সাংসদ আসতে পারবেন না বলে জানিয়ে দেন৷

এদিন মোট ছ’জনকে ইডি নোটিশ দিয়েছে। এর মধ্যে রয়েছেন, শতাব্দী রায়, কুনাল ঘোষ, সজ্জন আগরওয়াল, অরিন্দম দাস, দেবব্রত সরকার ও সন্ধির আগরওয়াল। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে।

সারদা থেকে এরা টাকা নিয়েছিল। কিন্তু সেই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, কোথায় কোথায় এদের সম্পত্তি রয়েছে, তা জিজ্ঞাসা করা হবে।

error: Content is protected !!