বারবার অগ্নিকাণ্ডের মুখোমুখি হতে হচ্ছে দিল্লিকে

নয়াদিল্লি: ফের অগ্নিকাণ্ডের মুখোমুখি হল দিল্লি৷ এবার সংসদ মার্গে এসবিআই-এর বিল্ডিংয়ে আগুন লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১২ ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ৷ জানা গিয়েছে, সকাল বেলায় এই ঘটনা ঘটে৷ তবে ৮.৩০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়৷ এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর তেমন একটা মেলেনি৷

গতকালই দিল্লির আলিপুর এলাকায় একটি পেপার গোডাউনে ভয়াবহ আগুন লাগে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ২২টি দমকলের ইঞ্জিন সেখানে উপস্থিত হয়৷ সেখানেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ এর আগে কেশব পুরমে আগুন লাগে সোমবার৷ এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫ ইঞ্জিন৷ জানা যায়, কেশব পুরমে একটি প্লাস্টিক কারখানায় এই আগুন লেগেছিল৷ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

আগুন যেন পিছু ছাড়বার নামই নিচ্ছে না রাজধানী দিল্লি থেকে৷ প্রায়ই কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের খবর রোজের তালিকায় রয়েছে৷ শনিবার ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ভয়াবহ আগুন লাগে৷ দমকলের ইঞ্জিন-কর্মীরা সেখানে উপস্থিত হন৷

জানা যায়, ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি রবার কারখানায় শনিবার আগুন লাগে৷ এএনআই-এর খবর অনুযায়ী, সেখানে দমকলের ২৬ ইঞ্জিন পৌঁছে যায়৷ এই অগ্নিকাণ্ডে অনেকেরই প্রাণ যায় এবং অনেকে আহত হন বলে জানা যায়৷

error: Content is protected !!