রুবেলা টিকাকরনে সফল উত্তর ত্রিপুরা জেলা

প্রতীক নাথ(ধর্মনগর) সোমবার District Health and Family welfare socity উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয় ।  উত্তর ত্রিপুরা জেলার সিএমও ডঃ শঙ্কর দাস  রুবেলা ক্যাম্পিং নিয়ে সাংবাদিকদের জানান, সরকারি আদেশ মতে কমপক্ষে ৯৫ শতাংশ ৯ থেকে ১৫ বছরের বাচ্চাদের রুবেলা টিকা করন করতে হবে।

সেই জায়গায় উত্তর ত্রিপুরা জেলাতে মোট টার্গেট ছিলো ১ লক্ষ আট হাজার ২৯৩ জন। তার মধ্যে সর্বমোট ১ লক্ষ ৪৪২৯ জনকে রুবেলা টিকা করন করা হয়েছে।

যার মধ্যে ৪২২৩৫ জন ছেলে এবং ৫২ হাজার জন মেয়ে । তিনি আরও জানিয়েছেন, সারা রাজ্যের পাশাপাশি ১৫ সেপ্টেম্বর থেকে উত্তর ত্রিপুরা জেলাতেও এই টিকাকরন শুরু হ য়।  আগামী 26 নভেম্বর পর্যন্ত চলবে এই টিকাকরন। তাই যেসব শিশুরা এখনো বাকি আছে তাদের পিতা মাতাকে সন্তানের টিকা করনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

error: Content is protected !!