থানাবাবুদের উদাসীনতায় কৈলাশহরে একের পর এক দোকানে চুরি

অয়ন মজুমদার(কৈলাশহর) রাত বাড়লেই কৈলাশহরের শহরতলীতে শুরু হয় নেশাখোরদের তান্ডব। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি। মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত রাজ্য গড়ার আহ্বান যেন পৌঁছায়নি কৈলাশহর থানা বাবুদের কানে। একের পর এক দোকানে চুরি হচ্ছে কৈলাশহরের প্রাণকেন্দ্রে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। উনকোটি জেলার জেলা বিচারকের সরকারি আবাসনের সামনে উত্তম দেবের দোকানে চুরি হয়। আর এর পর থেকে আতঙ্কে রয়েছেন শহরবাসী। দোকানের মালিক উত্তম দেব জানিয়েছেন, সোমবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের কাজে ব্যবহৃত দুটি টিন কে বা কারা ছাড়িয়ে দিয়েছেন।এরপরেই তার সন্দেহ হয় দোকানে চুরি হয়েছে। পরে দোকানের ভিতর প্রবেশ করে দেখতে পান, দোকান থেকে সব দামি মালপত্র লুট করে নিয়ে গেছে চোরের দল। পাশাপাশি ক্যাশ বাস্ক ভেঙ্গে নিয়ে যাওয়া হয়েছে নগদ অর্থ।  দোকানের মালিক উত্তম দেব সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, কৈলাশহর থানার উদাসীনতার কারনের জন্য আজকের এই ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here