বয়স ১১ বছর, শিক্ষা দিচ্ছেন ইঞ্জিনিয়ারিং ছাত্রদের !!

ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে ১১ বছর বয়সী ছেলে বিটেক ও এমটেক শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছে। স্কুলছাত্র মোহাম্মদ হাসান আলী একজন বিস্ময়কর ছেলে যে স্নাতক ও স্নাকোত্তর স্তরের পড়াশুনা করছে করছেন এমন অনেক শিক্ষার্থীকে শিক্ষা দেন।

আলী সপ্তম শ্রেণীর ছাত্র। তিনি কলেজ ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য কোন পারিশ্রমিক নেন না। ২০২০ সালের শেষ পর্যন্ত আলী অন্তত এক হাজার শিক্ষার্থীদের শিক্ষা দিতে চায়। তার বয়সী অন্যান্য ছেলেদের মতো, আলীও স্কুলে যায় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত খেলাধূলা ও স্কুলের পড়াশুনা করে । সন্ধ্যা ৬টার পর সে তার বিস্ময়কর প্রতিভা দেখান ও তার চেয়ে দ্বিগুন বয়সী ছাত্রদের কোচিং ইনস্টিটিউটে শিক্ষা দেন।

“আমি গত বছর থেকে এই কাজ করছি। আমি সকালে স্কুলে যাই এবং দুপুর ৩টেই ফিরে আসি। তারপর খেলাধুলা ও স্কুলের পড়াশুনা শেষ করি । ৬টা নাগাদ আমি ইনস্টিটিউটে যায় এবং সেখানে সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স ছাত্রদেরকে ইঞ্জিনিয়ারিং ডিজাইন শেখায়,” – এএনআই উদ্ধৃত করে বলেন মোহাম্মদ হাসান আলী।

আলী ইন্টারনেটে একটি ভিডিও দেখেছিলেন যেখানে তিনি যোগ্যতাসম্পন্ন শিক্ষিত ভারতীয়দের বিদেশে নিম্নমানের কাজ করতে দেখেন।

“আমি ইন্টারনেটে একটি ভিডিও দেখেছিলাম যেখানে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত ভারতীয়রা অতিনিম্নমানের কাজ করছে।তখন আমাকে কষ্ট দিয়েছিলো আর মনে হয়েছিল যে ভারতীয় এঞ্জিনীরদের মধ্যে কিসের অভাব আছে ? আমি বুঝতে পারি যে আমরা যোগাযোগ ক্ষমতা ও প্রযুক্তিতে পিছিয়ে আছি। আমার প্রিয় বিষয় ইঞ্জিনিয়ারিং ডিজাইন হওয়ায় আমি নিজেও শিখছি ও শেখাতেও শুরু করেছি,” জানান মোহাম্মদ হাসান আলী।

ইনস্টিটিউটের শিক্ষার্থী জি সুষমা (সিভিল ইঞ্জিনিয়ার) বলেন, “আমি এখানে (ইনস্টিটিউট) দেড় মাস ধরে সিভিলের সফটওয়্যার শিখেছি। তিনি আমাদের সকলের কাছে ছোট, কিন্তু তিনি খুব ভাল শেখাচ্ছেন। তিনি যা সেখান তাতে দক্ষ এবং ভাল। আমাদের বোঝা খুব সহজ হচ্ছে। “

অন্য শিক্ষার্থী সায় রেভঠী জানায়,”আমি এমটেক স্নাতক এবং এখানে এক মাস ধরে আসছি। তিনি (হাসান) অনেক বিষয় শিক্ষা দেন। তিনি খুব ভালো শেখাচ্ছেন।”

বিস্ময়কর যুবক বললেন, সে বিগত এক বছর ধরে এই সব করছে এবং তার শেখার সম্পদ ইন্টারনেট।তিনি আরো জানান যে, তিনি দেশের জন্য কিছু করতে চান। তিনি এখন ৩০জন সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিকাল ছাত্রদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও ড্রাফটিং শেখাচ্ছেন।

error: Content is protected !!