বিলোনীয়া কলেজে এবার শুরু হচ্ছে বিএড

নিজেস্ব প্রতিনিধি(বিলোনীয়া) এই মুহূর্তে ১৪১৪২ জনকে শিক্ষা দপ্তরের শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারেন রাজ্য সরকার, কিন্তু উপযুক্ত শিক্ষক নেই । তাই রাজ্যে তড়িঘড়ি চারটি বিএড কলেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তার মধ্যে রাজধানী আগরতলায় আলাদা ভাবে তৈরি করা হবে শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিএড কলেজ । সোমবার বিলোনীয়া কলেজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল মোট পাঁচহাজার ছাত্রছাত্রীকে বিএড পড়ার জন্য লোন দেবে রাজ্য সরকার। যার সুদ বহন করবে সরকার। যার জন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে মোট ৩৫ কোটি টাকা। পাশাপাশি বিলোনীয়ার ছাত্রছাত্রীদের জন্যও খুশীর খবর শুনিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানিয়েছেন বিলোনীয়া কলেজেও শুরু হচ্ছে বিএড কলেজ। পরবর্তী সময়ে নতুন করে তৈরি করা হবে বিএড কলেজ। বিএড পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য লোনের ব্যবস্থা করে দিতে বিলোনীয়া বিদ্যাপীঠ বিদ্যামন্দিরে শিবিরের আয়োজন করা হবে।

error: Content is protected !!