রাজেশ -তাপস কে রথযাত্রায় শামিল বিজেপির

গৌতম পাল(রায়গঞ্জ) দাড়িভিট স্কুলের মৃত প্রাক্তন ছাত্রদ্বয় তাপস বর্মনের ও রাজেশ সরকারের স্মৃতিতে রথ তৈরি করে গনতন্ত্র বাঁচাও রথযাত্রায় শামিল করছে বিজেপি। দাড়িভিট গ্রামেও বিজেপির কেন্দ্রীয় রথযাত্রা গনতন্ত্র বাঁচাও রথযাত্রা প্রবেশ করবে। বুধবার রায়গঞ্জে দলীয় কার্যালয়েএক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষনা করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী । মূলত দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিকে জোড়ালো করতেই তাপস ও রাজেশের স্মৃতিতে রথ নির্মান করে কেন্দ্রীয় রথযাত্রায় শামিল করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যজুড়ে বিজেপির ” গনতন্ত্র বাঁচাও রথযাত্রা ” কর্মসূচীতে আগামী ১৮ ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে প্রবেশ করবে কেন্দ্রীয় নেতৃত্বসহ বিজেপির রথ। ১৯ ডিসেম্বর সেই রথ ইসলামপুরের দাড়িভিটে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই তৈরি করা থাকবে “রাজেশ তাপস স্মৃতি ” রথ। সেই রথ ও কেন্দ্রীয় রথ একসাথে কানকি, ডালখোলা হয়ে প্রবেশ করবে রায়গঞ্জ শহরে।

রায়গঞ্জ শহরে আগামী ২০ ডিসেম্বর লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে এক বিশাল জনসভার আয়োজন করেছে বিজেপি । সেই জনসভায় কেন্দ্রীয় নেতামন্ত্রীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে  রায়গঞ্জে দলীয় কার্যালয়ে ঘোষনা করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী।

 জনসভায় মঞ্চে দাড়িভিট কান্ডে মৃত ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের বাবা মায়েদের রাখা হবে বলে জানান তিনি । এরপর বিজেপির রথযাত্রা কর্মসূচী কালিয়াগঞ্জ হয়ে দক্ষিন দিনাজপুর জেলায় প্রবেশ করবে। ১৮ থেকে ২০ ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার বিজেপির রথযাত্রা কর্মসূচীকে নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধও করেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী।

error: Content is protected !!