পুলিশ হেফাজতে বাগমা থানার এসআই

রকি পাল(বিলোনিয়া) নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া বাগমা থানার এস আই বিমল দেববর্মা ও কানু দেবনাথের ২ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলো বিলোনিয়া আদালত। ২৭ অক্টোবর গ্রেফতার হওয়া ওসি বিমল দেববর্মাকে আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় । মঙ্গলবার জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর অভিযুক্ত ওসিকে আদালতে তোলা হয় ।

                                                                          বিজ্ঞাপন

আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়  অভিযুক্ত এসআই সহ অপর এক অভিযুক্তকে পুলিশ হেফাজতের জন্য। আদালত সেই আবেদন মঞ্জুর করে দুই জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।  উল্লেখ গত ১৪ অক্টোবর বিশ্রামগঞ্জ থেকে শ্যাম মানিক দেবনাথকে গ্রেফতার করে পুলিশ । সূত্রের খবর ধৃতকে জেরা করে এসআই বিমল দেববর্মার নাম উঠে আসে । এরপরেই ২৬ অক্টোবর উদয়পুর থেকে গ্রেফতার করা হয় ওসি বিমলদেববর্মাকে । একই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সোমবার পি আর থানার পুলিশ গ্রেফতার করে কানু দেবনাথকে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৩/২০১৮ নম্বর মামলা  20(B)11(c)/21(c)/25/29/8 NDPC আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সরকারি আইনজীবী আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন, “শ্যাম মানিকের বাড়ি তল্লাশি চালিয়ে অনেক পুলিশ অফিসারের নাম ও নাম্বার পাওয়া গেছে। পাশাপাশি কত টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত কিছুই উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জেরা করা হবে। এবং জানার চেষ্টা করা হবে ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত।“

error: Content is protected !!