“রথের চাকাতে দাঁড়িয়ে থাকা উন্নয়ন পিষে মারা যাবে”

সাবানুল মাজহার(বীরভূম) বিজেপির রথযাত্রা কে কেন্দ্র করে এখন জমে উঠেছে শাসক-বিরোধী লড়াই । ঠিক যেন ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ ।  নড়ব না একচুলও । অনুব্রত মন্ডলের পাল্টা এবার লকেট চট্টোপাধ্যায় । ডিসেম্বরে বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে এখন থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি । লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তিন জায়গা থেকে রথযাত্রা করবে বিজেপি। সেই নিয়েই এখন তোলপাড় রাজ্যের রাজনীতি ।  সোমবার বিজেপির রথযাত্রা প্রসঙ্গে বীরভূমের তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল বলেছিলেন, “ও সব্ব ফালতু। গোটা জেলায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন তো ঘর থেকে বেড়িয়ে দেখতে পারবে । এখনও বলছি,পরেও বলব আর ভবিষ্যতেও বলব । রাস্তার দরজা খুলবে উন্নয়ন দাঁড়িয়ে আছে”। এবার অনুব্রত মণ্ডলকে পাল্টা দিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভাপতি লকেট চট্টোপাধ্যায় । মঙ্গলবার বীরভূমে রথযাত্রা নিয়ে অনুব্রত মন্ডলকে কার্যত হুমকির সুরে তিনি বলেছেন, “রথের চাকাতে দাঁড়িয়ে থাকা উন্নয়ন পিষে মারা যাবে । রথের চাকাতে সেই উন্নয়ন আর দাঁড়িয়ে থাকতে পারবেনা । যে উন্নয়ন গুলো অনুব্রত মন্ডল বলেছেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাকে সাবধান করে দিচ্ছি। সামনেই কালীপুজো আসছে তারপরেই রথযাত্রা । যেভাবে অসুর বধ হয়েছিলো আগামীদিনে রথযাত্রায় রথের চাকার মাধ্যমে সেই উন্নয়ন গুলোকে মাটিতে পিষে দিয়ে চলে যাবে”। আর লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্য থেকেই স্পষ্ট রথযাত্রা নিয়ে শাসক হোক বা বিরোধী কেউ কাউকে এই ইঞ্চিও জমি ছাড়বেনা । আর রথযাত্রার দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু এই রথকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা বাড়ছে।

error: Content is protected !!