“প্রদেশ সভাপতির সবুজ সংকেত পেলেই দল থেকে বহিস্কার করা হবে”

প্রতীক নাথ(চুড়াইবাড়ি) সদ্য ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয় লাভ করে বর্তমানে বিজেপির হয়ে কাজ করে চলছেন কংগ্রেসের সাত পঞ্চায়েত সদস্য ও সদস্যা । মঙ্গলবার কদমতলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে  এই অভিযোগ করা হয়। ৭ জনের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই প্রদেশ সভাপতির নিকট চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। প্রদেশ সভাপতির কাছ থেকে সবুজ সংকেত আসলেই নাকি এই নির্বাচিত সাত পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তাদের আরও অভিযোগ, এই সাতজন কংগ্রেস সদস্যদের মধ্যে তিন থেকে চার জন বর্তমানে বিজেপির উচ্চপদস্থ পদে আসীন আছেন । যেমন সুব্রত দেব তিনি কদমতলা পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য থাকা সত্ত্বেও বর্তমানে তিনি বিজেপির উত্তর জেলার কৃষক মোর্চার সহ-সভাপতির পদে রয়েছেন।  অপরদিকে উত্তর ফুলবাড়ী পঞ্চায়েতের হানিফ উদ্দিন চৌধুরী তিনি ও বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে রয়েছেন এবং ওয়াকফ বোর্ডের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন । তাছাড়া ও রয়েছেন রুমা দেব ,সুজাতা নাথ,অপর্ণা মালাকার, সালমা বেগম ,ও রতীন চক্রবর্তী প্রমুখরা । তারা প্রত্যেকেই  পঞ্চায়েত উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয় লাভ করে বর্তমানে বিজেপি দলের সঙ্গে কাজ করে চলছেন বলে অভিযোগ ব্লক কংগ্রেসের । সাংবাদিক সম্মেলনে প্রদেশ সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী জানান উপরোক্ত সাত পঞ্চায়েত সদস্য ও সদস্যদের নামের তালিকা প্রদেশ সভাপতি বীরজীৎ সিহনার হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সহ-সভাপতি ছাড়াও ইন্টাকের ব্লক সভাপতি আরিফ মোহাম্মদ, আলম ব্লকের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব এবং যুব কংগ্রেসের সভাপতি বশির আলী  প্রমুখরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here