অর্ঘ্য মাহাতোঃ বল্লভ ভাই প্যাটেল, ভারতবাসীর কাছে যার পরিচিতি “লৌহ পুরুষ” বা “সর্দার” নামে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার শহীদের মাঝে দেশের নেতা হয়ে উঠেলিছেন নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধীর মতো রাজনেতারা। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে, খন্ড-বিখন্ড চিন্তায়-ভাবনায় থাকা ৫৬৫টি প্রদেশের মহারাজা ও নবাবদের মধ্যে ভারতবর্ষ তৈরী করার বিভেদ তৈরী হয়। যার সমাধানে ও দেশ তৈরীর দূরদৰ্শিতাকে তাদের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন ছিল এমন একজন রাজনেতার যিনি ভারতবর্ষের রূপরেখা তৈরী করবেন। এই অবস্থায় সমগ্র ভারতবর্ষ গড়ার দায়িত্ব নেন বল্লভ ভাই প্যাটেল। বেশিরভাগ প্রদেশের মহারাজা ও বাকি প্রদেশের নবাবদের মধ্যে ভারতবর্ষ গড়ার ঐক্যতার লক্ষ্যে যে কঠিন দায়িত্ব তার কাঁধে ছিল, একজন দেশের যোগ্য রাজনেতা বা একটি জাতির “সর্দার” হয়ে তিনি “লৌহ পুরুষ”এর পরিচয় দেন। সমস্ত প্রদেশের রাজাদের তাদের প্রজাদের সমান অধিকার, সমান আইনের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছান ও আজকের ভারতবর্ষ গঠন করেন।